Surprise Me!

সন্ধ্যার আগেই জনশূন্য রবীন্দ্র সরোবর || jagonews24.com

2021-06-15 1 Dailymotion

শেষ বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হাজারও মানুষের ঢল নামলেও আগত দর্শনার্থীদের রবীন্দ্র সরোবরের আশেপাশের রাস্তায় হাঁটাহাঁটি করেই সময় কাটাতে হয়েছে। কারণ, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার (১৪ এপ্রিল) বিকেল ৫টার পর আর সেখানে কাউকে থাকতে দেয়া হয়নি।<br /><br />নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বিকেল ৫টার পর বাঁশি বাজিয়ে রবীন্দ্র সরোবরে থেকে দর্শনার্থীদের বাইরে বের হওয়ার অনুরোধ জানান। বিকেল সাড়ে পাঁচটার পর রবীন্দ্র সরোবরের চত্বরের ভেতরে কাউকেই থাকতে দেয়া হয়নি। এ সময় হাজার হাজার মানুষকে রবীন্দ্র সরোবর থেকে বের হয়ে যেতে দেখা যায়।<br /><br />বিস্তারিত পড়ুন - https://bit.ly/2GkCp9v

Buy Now on CodeCanyon